‘দিদি-মোদির সেটিং’! স্লোগান তুলছে হাজারো বিদ্রোহী পড়ুয়া!

‘দিদি-মোদির সেটিং’! স্লোগান তুলছে হাজারো বিদ্রোহী পড়ুয়া!

কলকাতা: মোদি-মমতার বৈঠকের প্রস্তুতি শুরু হলেও শহর কলকাতাজুড়ে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা৷ বিমানবন্দর থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোদি বিরোধী স্লোগান তুলতে শুরু করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই রাজপথের ধরে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন শহরের কয়েক কয়েক হাজার পড়ুয়া৷ পড়ুয়াদের বিক্ষোভ থেকে উচ্ছে, ‘দিদি-মোদির সেটিং’ স্লোগান৷

নাগরিকত্ব আইন কার্যকর করে দু'দিনের সফরে কলকাতা পা রেখেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ আজ প্রধানমন্ত্রী দু’দিনের সফরে বাংলায় পা রেখেছেন৷ কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাজ্যপাল৷ গোলাপ-উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, অর্জুন সিং৷

এদিন, বিমানবন্দরে মোদিকে গোলাপ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল৷ এর পরই গোপাল উপহার দিয়ে মোদিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখে বেশ আপ্লুত হন মোদি৷ ফিরহাদের হাত ধরে কিছুক্ষণ কুশল বিনিময় করেন৷ এরপর ফিরহাদকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ দিলীপের মন্তব্যের পর হেসে ওঠেন মোদি-ফিরহাদ-দিলীপ৷ এরপর প্রধানমন্ত্রীকে একে একে স্বাগত জানান রাহুল, অর্জুন, মুকুল রায়রা৷

অনদিকে, নাগরিক আইন বাতিলের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে মোদি-বিরোধী বিক্ষোভ শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন৷ কালো পতাকা হাতে রাজপথ কাঁপাতে শুরু করেছেন পড়ুয়ারা৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি৷ পড়ুয়ারা যাতে রাজভবনের দিকে এগোতে না পারে, তার জন্য ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =