‘১৪ তলা থেকে নামিয়ে দিদিকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে’, ফের বিস্ফোরক দিলীপ

হলদিয়া: বাংলায় এবার বিজেপি আসছে। আগামী বছরের মে মাসে ধূমধাম করে দিদির বিসর্জন হবে।' সম্প্রতি বাঁকুড়ায় দলের কর্মসূচিতে এমনই মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এবার হলদিয়াতে গিয়েও একই সুর দিলীপের গলায়৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ফের একই বুলি আওড়ালেন দিলীপ৷ আগামী বছরের মে মাসে দিদিকে ১৪ তলা থেকে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে৷ এমনটাই বললেন দিলীপ ঘোষ৷ একইসঙ্গে দিদির অনুগামীদের শ্মশানে পাঠানোর হুমকিও দেন দিলীপ ঘোষ৷ 

হলদিয়া: বাংলায় এবার বিজেপি আসছে। আগামী বছরের মে মাসে ধূমধাম করে দিদির বিসর্জন হবে।’ সম্প্রতি বাঁকুড়ায় দলের কর্মসূচিতে এমনই মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এবার হলদিয়াতে গিয়েও একই সুর দিলীপের গলায়৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ফের একই বুলি আওড়ালেন দিলীপ৷ আগামী বছরের মে মাসে দিদিকে ১৪ তলা থেকে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে৷ এমনটাই বললেন দিলীপ ঘোষ৷ একইসঙ্গে দিদির অনুগামীদের শ্মশানে পাঠানোর হুমকিও দেন দিলীপ ঘোষ৷ 

বছর ঘুরলে বিধানসভা ভোট এ রাজ্যেও। লোকসভা ভোটে দলের সাফল্য কি ধরে রাখা যাবে একুশের বিধানসভাতেও? ঘাসফুলকে কড়া টক্কর অস্ত্রে শান দিচ্ছেন পদ্মশিবির৷ সম্প্রতি রাজ্যে এসে বিজেপি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একুশের নীল নকশা ঠিক করে গেছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ এরইমাঝে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের ব্যর্থতাগুলিকে হাতিয়ার করে সভা করছে বিজেপি কর্মীরা৷ রবিবার হলদিয়ায় সভা করতে গিয়ে ফের একই মেজাজে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে৷ তিনি বলেন, আগামী বছরের মে মাসে দিদিকে ১৪ তলা থেকে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে৷ 

একইসঙ্গে এদিন তৃণমূল কর্মীদেরকে শ্মশানে পাঠানোর হুমকিও দেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, যারা মারামারি করছেন অশান্তি করছেন তারা এখনই থেমে যান৷ নয়ত তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হবে৷ হাসপাতাল থেকে ঘুরে বাড়ি ফিরতে হবে৷ আর যদি কেউ না শোধরায় তাকে শ্মশানে যেতে হবে৷ দিলীপ আরও বলেন, এই গুন্ডারাজ এই দুর্নীতিরাজ এই স্বৈরাচারীরাজ যারা চালাচ্ছেন তাদের দিন শেষ হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গের মানুষ এবার মুক্তি চাইছেন৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একের পর এক বোমা ফেলেন দিলীপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =