পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করেন দিদি: মোদি

বাঁকুড়া: ফের বাংলায় দাঁড়িয়ে মমতাকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার জনসভা থেকে সরাসরি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ‘দাদাগিরি’র অভিযোগ তোলেন মোদি৷ বলেন, ‘‘দিদি আমার জন্য পাথর দেওয়ার কথা বলে৷ আমাকে থাপ্পড় দেওয়া কথা বলে৷ আরে দিদি… আমার তো গালাগালি খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে৷ পৃথিবীর সমস্ত গালাগালির অভিধান হজম করে ফেলেছি৷

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করেন দিদি: মোদি

বাঁকুড়া: ফের বাংলায় দাঁড়িয়ে মমতাকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার জনসভা থেকে সরাসরি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ‘দাদাগিরি’র অভিযোগ তোলেন মোদি৷

বলেন, ‘‘দিদি আমার জন্য পাথর দেওয়ার কথা বলে৷ আমাকে থাপ্পড় দেওয়া কথা বলে৷ আরে দিদি… আমার তো গালাগালি খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে৷ পৃথিবীর সমস্ত গালাগালির অভিধান হজম করে ফেলেছি৷ কিন্তু, সমালোচনা করতে গিয়ে দেশের সংবিধানকে অবমাননা করছেন৷ আমরা অবাক হয়ে যাবেন, ওঁ প্রকাশ্যে বলছে, ওঁ দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মানতে রাজি হচ্ছে না৷ কিন্তু, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মানতে ওর গর্ব অনুভব হচ্ছে৷’’

ফনি ইস্যুতে বলেন, ‘‘যখন পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় এল, তখন আমি মমতাদিকে দু’বার ফোন করেছিলাম৷ কিন্তু, ওনার অহংকার এতটাই যে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন টুকু দেখালেন না৷ এমনকী, ফনি মোকাবিলায় ভারত সরকারের ডাকা বৈঠকে অংশ নিতেই আপত্তি তোলেন দিল্লি৷’’ দাদাগিরির প্রসঙ্গ তুলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তোলেন মোদি৷ বলেন, ‘‘এখানে বাইরে থেকে দেখলে মনে হবে তৃণমূলের সরকার চলছে, কিন্তু, ভেতরে রেছে দাদাগিরি, গুন্ডামি৷ ভাইপোকে পিছনে রেখে শাসন চালানোর চেষ্টা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *