নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম: শুক্রবার মাদকপাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী৷ ভোটের মুখে তা নিয়ে এখন সরগরম বঙ্গ রাজনীতি৷ তবে সবটাই শাসকদলের ষড়যন্ত্র বলে অভিহিত করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ বললেন, অনুব্রত মন্ডলের কাছে শিক্ষা নিয়েই বিজেপি নেত্রী পামেলা গোস্বামী কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুলিশ দিয়ে ফাঁসিয়েছে৷ সৌমিত্র খাঁ জানিয়েছেন, তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত করেই থাকে যা অনুব্রত মন্ডলের ভিডিও ফুটেজে পুলিশকে জনৈক মহিলাকে গাঁজা কেসে ফাঁসাতে নির্দেশেই প্রমাণ পাওয়া যায়। এবারও বোধহয় তেমনটাই হয়েছে৷
এছাড়াও এদিন তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে সৌমিত্র বলেন, খেলা আমরা জিতে গেছি৷ ‘খেলা হবে’ কথাটি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করার স্লোগান ছিল তাই তাঁরা এই শব্দে আপত্তি রয়েছে । খেলা হবে মানতে নারাজ হলেও সৌমিত্রর কথায় বিজেপি জিতেই গেছে ৷ শুধু পুরস্কার পাওয়ার জন্য মে মাস অব্দি অপেক্ষা করতে হবে৷
প্রসঙ্গত, পামেলা গোস্বামীর গ্রেফতারির পর তিনি নিজেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে আঙুল তুলেছেন ষড়যন্ত্রের৷ যা নিয়ে অস্বস্তি রীতিমত বেড়েছে বিজেপির৷ তবে এদিন এই ঘটনাকে শাসকদলের ষড়যন্ত্র বলেই অভিহিত করেন সৌমিত্র খাঁ৷