প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করছেন দিদি: মোদি

তমলুক: তিনি ফোন করলেও ধরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তমলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই অভিযোগ করেন। বলেন, ঘূর্ণিঝড় ফনির পর আমি দুইবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলাম। উনি সেই ফোন ধরেননি। এমনকী, তাঁকে ঘুরিয়ে ফোনও করেনি। PM Modi in Tamluk,West Bengal: Speedbreaker didi has tried to play politics even on #cycloneFani. I tried to get in touch with

প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করছেন দিদি: মোদি

তমলুক: তিনি ফোন করলেও ধরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তমলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই অভিযোগ করেন। বলেন, ঘূর্ণিঝড় ফনির পর আমি দুইবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলাম। উনি সেই ফোন ধরেননি। এমনকী, তাঁকে ঘুরিয়ে ফোনও করেনি।

মমতাকে ফের স্পিডব্রেকার বলে উল্লেখ করে মোদি বলেন, প্রাকৃতিক বিপর্যয় নিয়েও দিদি রাজনীতি করছেন। তবে তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানান, এই পরিস্থিতিতেও কেন্দ্র সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে থাকবে, রাজ্য সরকারকে সাহায্য করে যাবে। তাঁর কথা, এই বাংলায় মানুষ নিজের নিজের ধর্মচর্চা করতে ভয় পাচ্ছেন। কারণ এখানে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিলেও গ্রেফতার করা হচ্ছে। মাসুদ আজহারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় জয় হল, এতে আপনাদের গর্ব হলেও বিরোধীদের কোনও প্রতিক্রিয়া নেই, কারণ তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twenty =