নিজস্ব সংবাদদাতা, বারাসত: সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে এসে ত্রিপুরার ভয়াবহতার কথা উল্লেখ করেছিলেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সেই কথা ধার করে মমতা বলেছিলেন যান গিয়ে দেখে বিজেপি শাসিত ত্রিপুরার কী হাল৷ এবার বাংলায় এসে সেইসব অভিযোগ নস্যাত করে মমতাকেই ঘুরিয়ে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ বললেন, বাংলায় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে৷ একইসঙ্গে এদিন মমতাকে রীতিমত আক্রমণ শানিয়ে তিনি বলেন, ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে তা বললে বাড়়ি থেকে বেরোতে পারবেন না দিদি৷
বিপ্লব দেব আরও বলেন, আমি আপনার ছোট ভাইয়ের মত হই৷ আপনি আমার সঙ্গে বসুন একদিন ১০ মিনিটের বেশি কথা বলতে পারবেন না৷ একইসঙ্গে বিপ্লবের কথায় বাংলা এবার পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে৷ এদিন বিজেপি কর্মীদের চাঙ্গা করতে বিপ্লব দেব বলেন, যতক্ষণ না ভোট হচ্ছে বিজেপি কর্মীরা ঘুমোবেন না৷ আপনাদের চোখে যাতে ঘুম না থাকে৷
একইসঙ্গে মমতাকে তীব্র কটাক্ষ করে বিপ্লব দেব বলেন, বাংলার শাসনভার সঠিক মানুষের হাতে নেই তাই বাংলায় উন্নতি হয়নি৷ প্রসঙ্গত, ত্রিপুরায় ভোটের পর থেকে বিজেপির ভয়াবহ তাণ্ডব চালাচ্ছ বলে দাবি করেছিলেন মানিক সরকার৷ বলেছিলেন সেখানকার মানুষ এখন হাহুতাশ করছে বিজেপিকে ভোচ দিয়ে৷ সেই প্রসঙ্গ টেনে এনে একটি জনসভা থেকে বিজেপিকে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রীও৷ তবে বাংলায় এসে সেইসব দাবি কার্যত মিথ্যে বলে উড়িয়ে দিলেন বিপ্লব দেব৷