‘টাকা দিয়েছিস? হিসেব চাইবি?’ কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার

‘টাকা দিয়েছিস? হিসেব চাইবি?’ কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার

মেদিনীপুর: সোমবার  সভা থেকে ফের কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি আমফানের টাকা নিয়ে দুর্নীতি হওয়ার অভিযোগ তুলে রীতিমত সরব হয়েছে৷ বিজেপির তাবড় তাবড় নেতারা সাংবাদিকদের সামনে বারবার আমফানের দুর্নীতির জন্য রাজ্যের শাসক দল তৃণমূলকে দায়ী করেছে৷ এবার সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো৷ সোমবার মেদিনীরপুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেন, আমফানে টাকা দিয়েছে ওরা যে তার হিসেব দেব? কোভিডে কত মাস্ক কিনে দিয়েছি তার হিসেব চাইছে৷ টাকা দিয়েছে যে তার হিসেবে দেব? আগে জনগণ কে হিসেব দিতে বলেন মমতা৷

মোদীকে নিশানা করে মমতা আরও বলেন, “টাকা দেব আমরা আর উনি হিসেব চাইবেন৷ বুঝুন অবস্থা৷ বাড়ি দেব আমরা হিসেব চাইবে ওরা৷ রাস্তা করব আমরা, হিসেব চাইবে ওরা, সবুজশ্রী করব আমরা, হিসেব চাইবে ওরা৷ স্বাস্থ্যসাথী করব আমরা হিসেব চাইবে ওরা৷ চ্যাংরামো হয়ে গেছে এটা৷” মমতা বলেন, “যা ইচ্ছে তাই করে যাচ্ছে আর ধমকাচ্ছে,  বলছে জেল মে রাহো ইয়া ঘরমে৷” এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, আরে ভয় পাচ্ছেন কেনো আমি জেলে থাকা বেশি পছন্দ করি৷ জেলে থাকলে আমি আজাদ হয়ে যাবে তখন আজাদির জন্য লড়ব৷ কিন্তু টাকা বাঁচানোর জন্য তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব না৷ তাহলে আমি গদ্দার হয়ে যাব৷  একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, সবাইকে ভয় দেখাচ্ছে এজেন্সি দিয়ে৷ বলছে হয় ঘরে না হয় জেলে৷ 

পাশাপাশি এদিন সিএএ নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগেন মমতা৷ বলেন, অসমে ২০ লক্ষ বাঙালীর নাম তালিকা থেকে বাদ দিয়েছো৷ কিন্তু আমরা বাঙালী অবাঙালী করি না৷ মনে রেখো বিজেপি গুজরাত দিয়ে বাংলা হবে না৷ আর বাংলাকে গুজরাত বানাতে দেবো না৷ বিজেপিকে হুঁশিয়ারি মমতার৷ মমতার কথায়, অনেক টাকা হয়েছে, চুরি করা টাকা৷ টাকা দিলে নিয়ে নেবেন ওটা আপনাদের প্রাপ্য টাকা৷ কিন্তু ভোটের বাক্সে ভোটটি দেবেন না দয়া করে৷ এই কথা ভোটের সময় বলতে পারব না এখন বলে দিচ্ছি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 2 =