বনগাঁ থেকে সাইকেলে টাইগার হিল পাড়ি, ৭ দিনে স্বপ্ন ছুঁলেন দিব্যেন্দু

কলকাতা: ইচ্ছা আর জেদ থাকলে কি না হয়? প্রমাণ করলেন বনগাঁর যুবক দিব্যেন্দু ঘোষ। সাইকেল চালিয়ে টাইগার হিল পৌঁছালেন তিনি। উত্তর ২৪ পরগনা বনগাঁর এই যুবকের টাইগার হিল পৌঁছাতে সময় লেগেছে সাতদিন। টাইগার হিলে উঠে দুহাত তুলে ছবিও তুলেছেন তিনি।

c3ab34e366083db5de44a9bcdcc0fbb2

কলকাতা: ইচ্ছা আর জেদ থাকলে কি না হয়? প্রমাণ করলেন বনগাঁর যুবক দিব্যেন্দু ঘোষ। সাইকেল চালিয়ে টাইগার হিল পৌঁছালেন তিনি। উত্তর ২৪ পরগনা বনগাঁর এই যুবকের টাইগার হিল পৌঁছাতে সময় লেগেছে সাতদিন। টাইগার হিলে উঠে দুহাত তুলে ছবিও তুলেছেন তিনি।

দিব্যেন্দু পেশায় সিভিক ভলেন্টিয়ার। তিনি সীমান্তের সাইকেলওয়ালা বলেও পরিচিত। গত বছর তিনি সাইকেলে করে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের ঢাকায়। তাঁর স্বপ্ন একদিন সাইকেলে চড়ে গোটা বিশ্ব পরিক্রমা করবেন তিনি। তবে দিব্যেন্দুর আগে একজনের হাতে চলে গিয়েছে এই রেকর্ড। তিনি পুণের কিশোরী বেদাঙ্গী কুলকার্নি। তিনি গোটা দুনিয়া ঘুরেছিলেন মাত্র ১৫৯ দিনে।

দিব্যেন্দু টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৭ ডিসেম্বর। সেই সময় যাত্রাস্থলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। এরপর যেখানে পৌঁছান দিব্যেন্দু, সেখানে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও অভিজ্ঞতার কথা আপলোড করা হয়। মঙ্গলবার সকালে টাইগার হিল পৌঁছান দিব্যেন্দু। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত বনগাঁর মানুষ। আপাতত গোটা বনগাঁ তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। দিন গুনছেন পরিবারের আত্মীয়রা। সোশ্যাল মিডিয়া দিব্যেন্দু লিখেছেন, “বাংলার নদী, মাঠ, গ্রাম, পাহাড়ের উঁচু-নিচু পথ সহ জঙ্গল পেরিয়ে সাইকেল চেপে পৌঁছে গেছি টাইগার হিলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *