ডায়মন্ড হারবার: মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবারের একটি পেট্রল পাম্প থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর মৃতদেহ। জানা যাচ্ছে মৃত ওই পুলিশকর্মীর নাম সমীর দাস, তিনি ডায়মন্ড হারবার থানার ASI। মঙ্গলবার সকালে তাঁকে পেট্রল পাম্পের সামনে পড়ে থাকতে দেখেন সাধারণ বাসিন্দারা। সোমবার রাতে সরিষা হাইস্কুলে যাত্রা উৎসবে তাঁর ডিউটি ছিল বলে জানা যাচ্ছে। তবে ঠিক কিভাবে মৃত্যু হল ওই পুলিশকর্মীর তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ। অন্যদিকে পুলিশ কর্মীর মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার থানার বাটা পেট্রোল পাম্পে।
স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার ভোরে বাটা পেট্রোলপাম্পে স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা অবস্থায় সমীর দাসকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানাতে। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ পেট্রোল পাম্পে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সমীর দাসের। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো তথ্যই সামনে আসেনি বলে খবর। জানা যাচ্ছে মৃত সমীর দাস আসলে হাওড়ার বাসিন্দা। বেশ কিছু বছর ধরে তিনি ডায়মন্ড হারবার থানার ASI পদে নিযুক্ত ছিলেন।
অন্যদিকে খুব ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীর মৃত্যুর খবর পেতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী। যে এলাকায় ওই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলেও তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে পেট্রল পাম্প থেকে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে সেই পেট্রল পাম্পের মধ্যে কোনও সিসি ক্যামেরা নেই। পেট্রল পাম্প থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রয়েছে একটি সিসি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজই খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।