রাজভবনেই ধূপগুড়ির বিধায়কের শপথ! উঠছে একাধিক প্রশ্ন

রাজভবনেই ধূপগুড়ির বিধায়কের শপথ! উঠছে একাধিক প্রশ্ন

dhupguri

কলকাতা: ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়ের শপথ কোথায় হবে তা নিয়ে শেষ কয়েকদিনে টানাপোড়েন চলেছে। এবার স্পষ্ট জানা গেল, শনিবার রাজভবনেই হবে তাঁর শপথগ্রহণ। কিন্তু একজনমাত্র বিধায়কের শপথ নিয়ে এমন জটিলতা কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। সঙ্গে আরও একটি বিষয়ে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা শুরু করে দিয়েছেন যে, কেন রাজভবন বিধানসভাকে এড়াতে চাইছে। 

সূত্রের খবর, শুক্রবার রাতেই ধুপগুড়ির বিধায়ককে রাজভবনের তরফে ফোন করে জানতে চাওয়া হয় যে, তাঁর রাজভবনে শপথ নিতে কোনও সমস্যা আছে কিনা। জানা গিয়েছে, সেভাবে কোনও অসুবিধার কথা তিনি জানাননি। এরপরই সিদ্ধান্ত হয় যে তিনি রাজভবন থেকেই শপথ নেবেন। যদিও বিষয়টিকে একদমই ভালো চোখে দেখেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, পরিষদীয় রীতিনীতি এড়িয়ে রাজভবনের এমন পদক্ষেপ ভালো দৃষ্টান্ত স্থাপন করে না। কিন্তু রাজভবন আচমকা এমন সিদ্ধান্ত কেন নিল, তার স্পষ্ট হদিশ মিলছে না। 

একটা বিষয় হল, শনিবার বিধানসভায় কাজ হয় না, তা বন্ধ থাকে। তবে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল রাজভবনে শপথ নেওয়াতে পারেন। কিন্তু বিধায়কের ক্ষেত্রে তেমন কোনও নজির নেই। তবে বিধানসভার তরফে স্পষ্ট করা হয়েছে, রাজ্যপাল চাইলে তিনি শপথ নেওয়াতে পারে, কিন্তু তা বিধানসভায় এসেই নেওয়ান। কিন্তু এই বিধায়কের ক্ষেত্রে যা হচ্ছে তা নিয়ে জটিলতা বাড়ছে বৈ কমছে না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =