Aajbikel

ধূপগুড়িতে শুরু নির্বাচন, বুথের দরজায় পুলিশ কেন? প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী

 | 
ভোট

ধূপগুড়ি: মঙ্গলবার সকাল থেকে শুরু ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন৷ দু’টি ব্লক এবং একটি পুরসভার ২৬০টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ২,৬৯,৪১৬ জন ভোটদাতা আজ তাঁদের মতদান করবেন। ২০৫টি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশের কর্মীরা৷ কিছু জায়গায় ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশকর্মীও দায়িত্বে থাকবেন। 

ধূপগুড়ি রাজবংশী অধ্যুষিত এলাকা৷ এখানে ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ভোটের আগে এলাকায় নিজে এসে প্রচার করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে গিয়ে প্রচার করেছেন। অন্যদিকে, ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপিও৷ ধূপগুড়ির আসন ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। লড়াইয়ে নেমেছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও৷ উল্লেখ্য, এই কেন্দ্রের তিন প্রার্থীই রাজবংশী৷ এখন  রাজবংশীদের রায় কার পক্ষে যায়, সেটাই দেখার৷ 

তবে সকাল থেকেই আসতে শুরু করেছে নানা অভিযোগ৷ ধূপগুড়ির  ২৪৬ নং বুথের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়৷ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পুলিশকর্মী থাকার কথা ২০০ মিটার দূরে৷ পুলিশকে দেখে ভোট দিতে আসা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বলেও অভিযোগ তাঁর। এ বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও বলেছেন বিজেপি প্রার্থী। 
 

Around The Web

Trending News

You May like