dharna
কলকাতা: পুলিশের কাছ থেকে কোনও অনুমতি মেলেনি। তাই চাকরির দাবিতে ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। কিন্তু আদালতও তাদের আর্জিতে সাড়া দিল না। চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের সেই আবেদনে সাড়া দেয়নি। স্বভাবতই হতাশ চাকরিপ্রার্থীরা।
উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের যে আবেদন ছিল তার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানান, বিকাশ ভবনের সামনে কোনও ধর্না করা যাবে না। তবে তারা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধর্না কর্মসূচি করা যাবে। এবার আন্দোলনকারীরা সেখানে ধর্না কর্মসূচি করেন কিনা সেটা দেখার।
আসলে তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, বাংলার স্কুলগুলিতে কয়েক লক্ষ শূন্যপদ আছে। কিন্তু সরকারের কোনও তাগিদ নেই শূন্যপদগুলি ভরাট করার। দীর্ঘদিন হয়ে গেল শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই নিয়োগ-সহ একাধিক দাবিতেই তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চেয়েছিল।