SSC দুর্নীতি মামলার মাঝেই শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে তলব রাজভবনে

SSC দুর্নীতি মামলার মাঝেই শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে তলব রাজভবনে

c98cfacee60c549d720a8d32897bf820

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য৷ ইতিমধ্যেই একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার দুপুরে রাজভবনে তাঁদের তলব করা হয়েছে। নিজে টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল। রাজনীতির কারবারিরা মনে করছেন, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যে যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে আলোচনা করতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে ডেকে পাঠানো হয়েছে৷ আবার অন্য একটি মহলের মতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানোর বিষয়ে রাজ্যপালের কাছে সুপারিশ করেছিল আদালত৷ সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্যেও তাঁকে ডেকে পাঠানো হতে পারে৷ 

আরও পড়ুন- ‘ক্ষমতা থাকলে CRPF ছাড়া আয়, মোদী-শাহ বাঁচাতে পারবে না..’ শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে ডেকে পাঠানোর কথা টুইট করে জানালেও কেন ডাকা হয়েছে সে সম্পর্কে কিছু জানননি রাজ্যপাল। তিনি শুধু লিখেছেন, ‘আজ দুপুরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে রাজভবনে তলব করা হয়েছে।’ রাজ্যপাল এই টুইট করতেই শুরু হয়েছে জল্পনা।

 

গত এক মাসে এসএসসি দুর্নীতি মামলায় উঠে এসেছে একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্বের নাম। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ অন্য একটি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলের চাকরি অবৈধ বলে ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷