বারাসত: বারাসতের কালীপুজো মানেই একটা অন্য আবহ৷ এই এলাকার বাসিন্দারা বলে থাকেন, দুর্গা পুজোয় হার মানে আমাদের এখানকার পুজোয়৷ স্বভাবতই, প্রতিবারের মতো এবারও জনারণ্য সামলাতে কালীপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল বারাসত জেলা পুলিশ৷ সোমবার বিকেলে ময়নায় বারাসত জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন ডিজি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর।
উত্তর ২৪ পরগনার বারাসতে কালী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বারাসাত শহর জুড়ে। হাইকোর্টের নির্দেশ মেনে পুজো মণ্ডপগুলিকে করোনা পরিস্থিতির সবরকম ব্যবস্থা রাখতে হবে বলে আগেই জানানো হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। আজ সাংবাদিক বৈঠক করে বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কালীপুজোগুলির গাইড ম্যাপ প্রকাশ করা হয়। পাশাপাশি দিওয়ালি উৎসব উপলক্ষে মানুষের সুবিধার্থে বারাসতের দিওয়ালি উৎসব ২০২১ নামে অ্যাপ পরিষেবা এদিন থেকে চালু করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
এদিন ডিজি প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন, বারাসতের কালী পূজা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাই দীপাবলি উৎসব ঘিরে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ পূজা উপলক্ষে ১৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে জেলা পুলিশের অন্তর্গত এলাকা জুড়ে। পুজোর ভিড়ের মধ্যে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য ৩৫ থেকে ৪০ টি মতো মোটরবাইকে পুলিশ কর্মী মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে নো এন্ট্রি থাকবে বলে জানালেন ডিজি৷ একই সঙ্গে যেহেতু করোনা আবহ বিদ্যমান, তাই সকলকে বিধি মেনে চতলারও পরামর্শ দেন তিনি৷