দেবীপক্ষেও অসুর মিষ্টি, বোধনেও চলবে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস

কলকাতা: দেবীপক্ষ শুরু হয়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি৷ মহালয়ার পরেও সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ এমনকী রবিবার প্রতিপদে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ উত্তর প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ জানানো হয়েছে, রবিবার থেকে বৃষ্টির

দেবীপক্ষেও অসুর মিষ্টি, বোধনেও চলবে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস

কলকাতা: দেবীপক্ষ শুরু হয়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি৷ মহালয়ার পরেও সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ এমনকী রবিবার প্রতিপদে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

উত্তর প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ জানানো হয়েছে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ দুই দিনাজপুর, মালদহ জলপাইগুড়ি-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতেও৷ সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জেলায়৷ তারপর আগমনীর নীল আকাশের দেখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দিহান আবহাওয়াবিদরা৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বোধনের পরেও চলতে পারে বৃষ্টি৷ উত্তরপ্রদেশ ও বিহারে সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ তার প্রভাবে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে ঢুকতে জলীয়বাষ্প৷ ফলে দিনাজপুর, পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

একই সঙ্গে লাগাতারভাবে তাপমাত্রা সামান্য কমলেও আদ্রতা জনিত সমস্যায় থেকে এখনই রেহাই মিলবে না বলেও জানিয়েছে অফিস৷ মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ১০ অক্টোবর৷ ফলে বর্ষার শেষ লগ্নে এবারের দুর্গা পুজার নির্ঘণ্ট হওয়ায় বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না হাওয়া অফিস৷ পুজোর দিনগুলিতে আদতে বর্ষার মধ্যেই পড়ছে৷ ফলে বর্ষার গতিপ্রকৃতি কেমন হবে তা নিয়ে নজরদারি শুরু করেছে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =