বিধ্বংসী রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ বহু যাত্রী

তমলুক: দেবীপক্ষে বড়সড় দুর্ঘটনা৷ রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় তলিয়ে গেলেন বেশ কয়েকজন যাত্রী৷ জানা গিয়েছে, আজ সাকালে মায়াচর থেকে যাত্রীবাহি নৌকাটি দিনপুরের দিকে যাচ্ছিল সেখানেই ঘটে বিপত্তি৷ নৌকা উল্টে জলে তলিয়ে যান বেশ বেশ কয়েকজন যাত্রী৷ যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি হাত লাগিয়েছে মহিষাদল ও তমকুল থানার পুলিশ৷ এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করার সম্ভব হয়েছে৷ দেবীপক্ষে

বিধ্বংসী রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ বহু যাত্রী

তমলুক: দেবীপক্ষে বড়সড় দুর্ঘটনা৷ রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় তলিয়ে গেলেন বেশ কয়েকজন যাত্রী৷ জানা গিয়েছে, আজ সাকালে মায়াচর থেকে যাত্রীবাহি নৌকাটি দিনপুরের দিকে যাচ্ছিল সেখানেই ঘটে বিপত্তি৷ নৌকা উল্টে জলে তলিয়ে যান বেশ বেশ কয়েকজন যাত্রী৷ যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি হাত লাগিয়েছে মহিষাদল ও তমকুল থানার পুলিশ৷ এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করার সম্ভব হয়েছে৷

দেবীপক্ষে বড়সড় দুর্ঘটনা এবার রূপনারায়ণের৷ জোয়ারের জলে ভেসে গিয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ জানা গিয়েছে, ওই নৌকায় প্রায় ৫০-৬০ জনের বেশি যাত্রী ছিলেন৷ জোয়ার চলে আসায় নৌকা উল্টে গিয়ে বিপত্তি ঘটে৷ যুদ্ধকালীন তৎপরতায় তলিয়ে যাওয়া যাত্রীদের খোঁজ শুরু হয়েছে৷ রূপনারায়ণের জল বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে খবর৷

পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মহিষাদল থানার পুলিশ৷ ডাকা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে৷ পরিস্থিতি যা তাতে বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ এমনিতেই টানা বৃষ্টির জেরে ফুঁসছে রূপনারায়ণ নদী৷ তার উপর জোয়ারের জলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে৷ জানা গিয়েছে, বেশ কয়েকজন সাঁতরে পারে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *