পার্ক সার্কাসের বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

কলকাতা: পার্ক সার্কাস রেল লাইন সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন৷ ভস্মীভূত একাধিক ঝুপড়ি৷ দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলের তিনটি ইঞ্জিন৷ দমকল ও স্থানীয়রা চেষ্টা করেও কার্যত ব্যার্থ৷ ঘিঞ্জি এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে৷ রাইফেল রেঞ্জ রোড এলাকার ঘটনা৷ দমকলের ভূমিকা নিয়েও ক্ষোভ স্থানীয়দের৷ আগুনের জেরে আপাতত পার্ক সার্কাসে ট্রেন চলাচল

পার্ক সার্কাসের বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

কলকাতা: পার্ক সার্কাস রেল লাইন সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন৷ ভস্মীভূত একাধিক ঝুপড়ি৷ দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলের তিনটি ইঞ্জিন৷

দমকল ও স্থানীয়রা চেষ্টা করেও কার্যত ব্যার্থ৷ ঘিঞ্জি এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে৷ রাইফেল রেঞ্জ রোড এলাকার ঘটনা৷ দমকলের ভূমিকা নিয়েও ক্ষোভ স্থানীয়দের৷

আগুনের জেরে আপাতত পার্ক সার্কাসে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে৷ বালিগঞ্জ থেকে ট্রেন চালাচলের নির্দেশ দেওয়া হয়েছে৷ লাইনের পাশে আগুন লাগার ঘটনায় বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =