ভিড়ে ঠাসা শপিং মলে বিধ্বংসী আগুন

কলকাতা: বোধনের আগে ফের শহরে বিধ্বংসী আগুন৷ এবার সল্টলেকের শপিং মলে বিধ্বংসী আগুন৷ আগুনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈশাখী শপিংমলের৷ শপিং মলের বেসমেন্টে আগুন লেগেছে বলে খবর৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ শুরু করে দিয়েছে দমকলের ৯টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ ভিড়ে ঠাসা

ভিড়ে ঠাসা শপিং মলে বিধ্বংসী আগুন

কলকাতা: বোধনের আগে ফের শহরে বিধ্বংসী আগুন৷ এবার সল্টলেকের শপিং মলে বিধ্বংসী আগুন৷ আগুনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈশাখী শপিংমলের৷ শপিং মলের বেসমেন্টে আগুন লেগেছে বলে খবর৷

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ শুরু করে দিয়েছে দমকলের ৯টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ ভিড়ে ঠাসা শপিং মলে আগুনের জেরে ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে পড়ে৷ আপাতত মল ফাঁকা করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে বলে জানা গিয়েছে৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেসমেন্টের নীচে বেশকিছু বাইক গাড়ি রাখা ছিল৷ সেখানেই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল আজ সকাল থেকে৷ মনে করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে৷ আগুন লাগার পর ফায়ার এলার্ম বাঁজলেও কাজে আসেনি মলের নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র৷ তা ঠিকঠাক কাজ করছিল না বলেও অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ৷

এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর পুরসভার মেয়র ও দমকলমন্ত্রী৷ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্তের আশ্বাস দেন তাঁরা৷ তবে, সন্ধ্যা নেমে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে না আসায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা‌৷ আলোর ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছেন দমকলের কর্মীরা৷ শেষ খবর পাওয়া, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ তবে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =