administrative committees
কলকাতা: আসন্ন লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে ফের দেবের প্রার্থী হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে৷ এরই মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ঘাটালের সাংসদ৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা৷ তৃণমূলের একটি সূত্রে দাবি, একটি ফোনের আসার পরেই নাকি এই সিদ্ধান্ত নেন তারকা সাংসদ৷ (administrative committees)
দেব তিনটি কমিটি থেকে সরে দাঁড়াতেই প্রশ্ন administrative committees
লোকসভা ভোটের মুখে দেব তিনটি কমিটি থেকে সরে দাঁড়াতেই প্রশ্ন, তা হলে কি ঘাটাল কেন্দ্র থেকে এবার আর তৃণমূলের প্রার্থী হচ্ছেন না দেব? বলে রাখি, ঘাটাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেব৷ আর এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি এলাকায় পোস্টার সাঁটিয়ে ঘাটালের সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছে। সূত্রের খবর, দেবের কাছে সম্ভবত এমনই কোনও বিষয়ে ফোন এসেছিল৷ তার পরেই সরে দাঁড়ান অভিনেতা সাংসদ৷