ধর্ম জিতলে মানুষ হারবে! চিরঞ্জিতের প্রচারে এসে বললেন দেব

ধর্ম জিতলে মানুষ হারবে! চিরঞ্জিতের প্রচারে এসে বললেন দেব

বারাসত: ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে আপনি সুরক্ষিত নেই। ধর্মের নামে নয়, উন্নয়নের স্বার্থে ভোট দিন। বারাসতে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিতের প্রচারে এসে বললেন দেব। তাঁর মতে, ধর্ম জিতলে মানুষ হেরে যাবে আর মানুষ জিতলে ধর্ম বাঁচবে।

রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে। কিন্তু দেব এই আক্রমণে বিশ্বাসী নন। তাঁর কথায়, বিজেপি নেতা কোথায় কী বলেছে তার উত্তর তিনি দেবেন না, তারা কী করেছেন সেটা বলবেন। তিনি বলেন, আমরা দশ বছরে কী কাজ করেছি তা মানুষের কাছে তুলে ধরে ভোট চাইছি, আমার কাছে গুরুত্বপূর্ণ আমি কি বলছি, যারা আমার কথা শুনতে এসেছে, আমি কি তাদের কিছু ভুল বোঝাচ্ছি? দিদি কি বলছে, মোদী কি বলছে, তার উত্তর দেওয়ার জন্য আমি নই, তার জন্য আমার দলের মুখপাত্র আছে। আমি মানুষের মধ্যে শান্তি চাইছি, আমি উন্নয়ন চাইছি। এখন অন্য কথা বলা উচিৎ নয়, ভোট টানার রাজনীতি আমি করি না। আমি একটাও কোন প্রতিশ্রুতি দিইনি, এটা হলে ওটা হবে, আমি বলিনি।আমি বলেছি, ভালোর কোন শেষ নেই, ভাল হলে আরও ভাল কর‍তে হবে। নেতাদের কাজ মানুষকে লড়ানো নয়, নেতাদের কাজ মানুষকে ভাগ করা নয়, একসঙ্গে কাজ করান, বলে জানান দেব।

তিনি আরও বলেন, গত দশ বছরে এই সরকার কী করেছে তাই তুলে ধরেছেন তিনি। তাঁর সরকার কী করেছে, আর ওদের সরকার কী করেছে, অন্যান্য রাজ্যে কী করেছে সেটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে। আর তাতে আমাদের রাজ্য অনেকটা এগিয়ে আছে। তিনি স্পষ্ট দাবি করে বলেন, সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, বারাসতে প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী সমর্থনে বারাসত শতদল মাঠে জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তার মত করে উত্তর দিলেন দেব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =