‘এবার বাংলার বকেয়া মেটান’, শুভেচ্ছা জানিয়ে মোদীকে বার্তা দেবের

কলকাতা: তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদী সরকার৷ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি।তৃণমূল অবশ্য সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছে৷ তবে রবিবার ঘাটাল…

কলকাতা: তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদী সরকার৷ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি।তৃণমূল অবশ্য সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছে৷ তবে রবিবার ঘাটাল থেকে মোদীকে শপথগ্রহণের শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে বিশেষ আর্জি জানান তৃণমূলের তারকা সাংসদ দেব।

 

এবার ভোটে জিতে তৃতীয় বারের জন্য সংসদে গিয়েছেন দেবও৷ সাংসদ পদে হ্যাটট্রিক করেই শুরু করে দিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি৷ সেই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই। উনি দেশের প্রধানমন্ত্রী। ওই পদটাকে আমি সম্মান করি। আমি চাই, দেশ যেন সুস্থভাবে চলে। যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য, সেটা যেন আগামী পাঁচ বছর দেখতে না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে। প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।”

 

তিনি আরও বলেন, “বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলো আটকে রাখা হয়েছে, সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয়।’’

 

শহুরে এলাকায় বিজেপি ঝড়, গ্রামাঞ্চলে তৃণমূল! কারণটা কী?

Weather Forecast: তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে ভারী বর্ষণ

হিরণের বিরুদ্ধে তদন্ত চালালেও, গ্রেফতার নয়, নির্দেশ হাই কোর্টের

ভোট মিটলেও, এখনও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, খোলা গেল না বহু স্কুল

ফুরফুরে মেজাজে দিলীপ ঘোষ, মাছ ধরলেন দলীয় কর্মীদের সঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *