তৃণমূল কটি আসন পাচ্ছে? ফাঁস হয়ে গেল দেবের চ্যাট

কলকাতা: বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে চলে এসেছে৷ তবে তাতে সমগ্র দেশ তথা বাংলার ফলাফল একেবারেই শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষে নয়৷ তবে এরই মাঝে ফাঁস হয়ে…

কলকাতা: বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে চলে এসেছে৷ তবে তাতে সমগ্র দেশ তথা বাংলার ফলাফল একেবারেই শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষে নয়৷ তবে এরই মাঝে ফাঁস হয়ে গেল তৃণমূলের তারকা প্রার্থী দেবের চ্যাট! তাতে দেব পরিস্কার দাবি করছেন এবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল কতগুলো আসন পেতে পারে৷ জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই চ্যাট এবার ভাইরাল। যদিও এর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷

দেব এই চ্যাটে তাতে দাবি করেছেন, তৃণমূল ২৬টা আসন পাচ্ছেই, সর্বোচ্চ ২৯ টি আসনও পাওয়া অসম্ভব নয়। তাঁর দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘‘আমরাই জিতছি।’’ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এবার দেবের আসন ঘাটালেও পদ্ম ফোটার ইঙ্গিত মিলেছে৷ যার ফলে সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে খবর পৌঁছেছে দেবের কানে।

এরপর রবিবার দুপুর ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দেব লেখেন, ‘‘আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে।’’ আর তাতেই চাঙ্গা দেবের অনুরাগী থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *