১৩৩ বস্তায় ডিটোনেটর-সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার

বাঁকুড়া: ভোটের মুখে ফের আতঙ্ক ছড়াল জঙ্গলমহলে৷ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়ায় দাবড়া মোড়ের গোডাউনে ১৩৩ বস্তা অ্যামোনিয়াম ৬,৬৫০টি জিলেটিন স্টিক এবং ১০৬ প্যাকেট ডিটোনেটর উদ্ধার করে পুলিশ৷ উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, ডিটোনেটর৷ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় সিআইডি ও পুলিশ৷ গোডাউন

১৩৩ বস্তায় ডিটোনেটর-সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার

বাঁকুড়া: ভোটের মুখে ফের আতঙ্ক ছড়াল জঙ্গলমহলে৷ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়ায় দাবড়া মোড়ের গোডাউনে ১৩৩ বস্তা অ্যামোনিয়াম ৬,৬৫০টি জিলেটিন স্টিক এবং ১০৬ প্যাকেট ডিটোনেটর উদ্ধার করে পুলিশ৷ উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, ডিটোনেটর৷

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় সিআইডি ও পুলিশ৷ গোডাউন থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক৷ গোডাউন মালিক সামিরুদ্দিন খানের খোঁজ চলছে৷ পাথরখাদানে বিস্ফোরণের জন্য এই বিস্ফোরক ব্যবহার করা ছক ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =