৬৫ জন কোটিপতি প্রার্থীর লড়াইয়ে জমজমাট পঞ্চম দফা, সবচেয়ে বড়লোক প্রার্থী কে জানেন?

৬৫ জন কোটিপতি প্রার্থীর লড়াইয়ে জমজমাট পঞ্চম দফা, সবচেয়ে বড়লোক প্রার্থী কে জানেন?

9156bdf73e43ade911f2d52d70f94b89

 

কলকাতা: শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ। নির্বাচন হবে জলপাইগুড়ি, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও কালিম্পং জেলার ৪৫টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১৮ জন প্রার্থী। যাদের কারও কারও সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে বাধ্য হয়। এই ৩১৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৬৫ জন কোটিপতি প্রার্থী। অন্যদিকে রয়েছেন একেবারে বিনা সম্পত্তির মালিক প্রার্থীও। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক এই দফার সবচেয়ে বড়লোক ও গরিব প্রার্থী কে?

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দফার প্রার্থীদের মাথাপিছু সম্পদের পরিমাণ ৮১.৭৬ লক্ষ টাকা। ৩১৮ জন প্রার্থীর মধ্যে ৫ কোটি বা তার বেশি সম্পত্তি রয়েছে মোট ৯ জনের। দুই কোটি থেকে পাঁচ কোটির মধ্যে সম্পত্তির পরিমাণ রয়েছে ১৭ জনের। আবার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে সম্পত্তি রয়েছে ৯৩ জন প্রার্থীর। সবচেয়ে বেশি ১১১ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ দশ লক্ষেরও কম। সব মিলিয়ে ৩১৮ জন প্রার্থীর গড় সম্পদ ৮১.৭৬ লক্ষ টাকা। তার মধ্যে কংগ্রেসের প্রার্থীদের গড় সম্পদ সবচেয়ে বেশি (৩.০৯ কোটি টাকা)। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের গড় সম্পদ ১.৯৬ কোটি টাকা। বিজেপি প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১.১৪ কোটি টাকা। সবচেয়ে কম সিপিআইএম প্রার্থীদের গড় সম্পত্তি ৪৬.৪৪ লক্ষ টাকা।

এডিএস এর রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দফার ৩১৮ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী ৬৫ জন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ২৩ জন এবং ভারতীয় জনতা পার্টির ১৮ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। অন্যদিকে সিপিআইএম-এর ৩ জন এবং জাতীয় কংগ্রেসের ৫ জন কোটিপতি প্রার্থীও রয়েছেন। পঞ্চম দফার সবচেয়ে বড়লোক প্রার্থীদের মধ্যে প্রথম স্থানে আছেন নদীয়া জেলার শান্তিপুর কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ঋজু ঘোষাল। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ১৯ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে আছেন কালিম্পং কেন্দ্রের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা। তার মোট সম্পত্তির পরিমাণ ১৮ কোটি টাকা। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মহম্মদ হাসানুর জামান চৌধুরী। তার মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা।

এডিএস-এর রিপোর্টে সবচেয়ে গরিব প্রার্থীদের দুটি তালিকায় ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় তারা আছে যাদের সম্পত্তির পরিমাণ একেবারে শূন্য। সেই তালিকায় প্রথমে রয়েছেন দার্জিলিং কেন্দ্রের নির্দল প্রার্থী নিমা গ্যামসো শেরপা। দ্বিতীয় স্থানে রয়েছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি কেন্দ্রের জনতা দল (ইউনাইটেড)-এর প্রার্থী ভূষণ কুমার সোনি। অন্যদিকে ন্যূনতম ১০০০ হাজার টাকার সম্পত্তি নিয়ে পঞ্চম দফার নির্বাচনের সবচেয়ে গরিব প্রার্থী পূর্ব বর্ধমান জেলার জামালপুর কেন্দ্রের বিএসপি প্রার্থী গৌড়হরি পাত্র। তালিকায় দুই নম্বরে রয়েছেন কালিম্পং কেন্দ্রের নির্দল প্রার্থী উজ্জ্বল রাই। তার মোট সম্পত্তি ২ হাজার টাকা। এই তালিকায় তৃতীয় নম্বর রয়েছেন জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী গীতা ওঁড়াও। তার মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার টাকা।

পঞ্চম দফার প্রার্থীদের মধ্যে ১১৪ জন প্রার্থীর উচ্চ ঋণ আছে। সে তালিকাতেও প্রথম স্থান অধিকার করেছেন কালিম্পং কেন্দ্রের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা। তার মোট ঋণের পরিমাণ ১২ কোটি টাকা। উচ্চ ঋণের জালে আবদ্ধ উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তও। মোট ৩ কোটি টাকার ঋণ রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *