ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে বড়লোক প্রার্থী কে? পড়ুন বিস্তারিত

ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে বড়লোক প্রার্থী কে? পড়ুন বিস্তারিত

e4acd99a627e7a2767c1f4a9992b4683

কলকাতা: রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধ। বৃহস্পতিবার সেই নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। নির্বাচন হবে উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার ৪৩টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩০৬ জন প্রার্থী। যাদের সম্পত্তির পরিমাণ দেখলে আঁতকে উঠতে হয়। এই ৩০৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৬৬ জন কোটিপতি প্রার্থী। ‌ অন্যদিকে প্রার্থীদের মধ্যে রয়েছেন মাত্র ১ হাজার টাকার ন্যূনতম সম্পত্তির মালিকও। একনজরে তাহলে দেখে নেওয়া যাক এই দফার প্রার্থীদের সম্পত্তির খতিয়ান।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দফার প্রার্থীদের মাথাপিছু সম্পদের পরিমাণ ৯৪.৮৩ লক্ষ টাকা। ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৫ কোটি বা তার বেশি সম্পত্তি রয়েছে মোট ১০ জনের। দুই কোটি থেকে পাঁচ কোটির মধ্যে সম্পত্তির পরিমাণ রয়েছে ২৩ জন প্রার্থীর। আবার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে সম্পত্তি রয়েছে ৯৪ জনের। সবচেয়ে বেশি ১০১ জন প্রার্থীদের সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকারও কম। সব মিলিয়ে ৩০৬ জন প্রার্থীর গড় সম্পদ ৯৪.৮৩ লক্ষ টাকা। তার মধ্যে দলগতভাবে বিজেপি প্রার্থীদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি (২.৩৪ কোটি টাকা)। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ২.১৪ কোটি টাকা। সেখানে সিপিআইএম প্রার্থীদের গড় সম্পত্তি ৬৮.৪৩ লক্ষ টাকা।

এডিএস-এর রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দফার ৩০৬ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী ৬৬ জন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ৪৩ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী ২৮ জন। বিজেপির ৪৩ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী ১৯ জন এবং সিপিএমের ৩০ জনের মধ্যে কোটিপতি প্রার্থী মাত্র ৪ জন। ষষ্ঠ দফার সবচেয়ে বড়লোক প্রার্থী উত্তর ২৪ পরগনা জেলার দমদম উত্তরের বিজেপি প্রার্থী ড. অর্চনা মজুমদার। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ২৮ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে আছেন উত্তর দিনাজপুর জেলার করণদীঘি কেন্দ্রের নির্দল প্রার্থী বিনয় কুমার দাস। তার সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকার। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অমিত কুমার কুণ্ডু। তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার মোট সম্পত্তি ১৬ কোটি টাকা।

এডিএস-এর রিপোর্টে সবচেয়ে গরিব প্রার্থীদের তালিকার প্রথম স্থানে আছে পূর্ব বর্ধমান জেলার গলসী কেন্দ্রের বিএসপি প্রার্থী সন্দীপ সরকার। তার মোট সম্পত্তি মাত্র ১,১০০ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কেন্দ্রের বিএসপি প্রার্থী আবদুস সাবুর শেখ। তার মোট সম্পত্তি ১,১৭৫ টাকা। ষষ্ঠ দফার নির্বাচনের কোনও কোনও প্রার্থীদের কাঁধে রয়েছে উচ্চ ঋণের বোঝা। সবচেয়ে বেশি ঋণ রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডুর। তার ঋণের পরিমাণ ৫ কোটি টাকা। উচ্চ ঋণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজু (রাজ) চক্রবর্তী। তার কাঁধে রয়েছি ২ কোটি টাকার ঋণ বোঝা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *