হাইভোল্টেজ নন্দীগ্রামে লড়ছেন ৮ প্রার্থী! কী তাঁদের যোগ্যতা, সম্পদ? জানুন খুঁটিনাটি

৪ জন নির্দল প্রার্থী লড়ছেন এবারের নন্দীগ্রামে

নন্দীগ্রাম: একুশের বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের বহু চর্চিত ভোটগ্রহণ আসন্ন। বৃহস্পতিবার দ্বিতীয় দফাতে নন্দীগ্রামে ভোটের ময়দানে লড়তে চলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে বিজেপির তরফে হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও পিছিয়ে নেই নন্দীগ্রামে প্রচারে। এহেন হাইভোল্টেজ কেন্দ্রে উপরিউক্ত তিন প্রার্থী ছাড়াও কিন্তু লড়ছেন আরো ৫ জন। কারা তাঁরা? কী তাঁদের শিক্ষাগত যোগ্যতা? ভোটের আগে যাবতীয় খুঁটিনাটি উঠে এসেছে সমীক্ষার ফলাফলে।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (৬৬) শুভেন্দু অধিকারী (৫০) আর মীনাক্ষী মুখোপাধ্যায় (৩৭) ছাড়াও নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন আরো ৪ জন। এঁদের মধ্যে রয়েছেন দীপক কুমার গায়েন (৪৪), এস কে সাদ্দাম হোসেন (২৮), সুব্রত বোস (৬২) এবং স্বরূপ পারুয়া (৩৩)। এছাড়া সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) দলের তরফ থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মনোজ কুমার দাস (৪৯)। মোট ৮ প্রার্থীর যুযুধান লড়াইয়ে বৃহস্পতিবারের বার বেলায় রীতিমতো জমে যাবে নন্দীগ্রামের ভোট পর্ব। এদিন এই সমস্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক অভিযোগের ইতিহাস এবং স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান বিষয়ে একটি সমীক্ষার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামক বেসরকারি সমীক্ষক সংস্থা।

জানা গেছে, নন্দীগ্রামের প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে মোট চারটি ক্রিমিনাল কেস। তার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি, শুভেন্দু অধিকারী ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রয়েছে একটি করে ক্রিমিনাল মামলা। প্রার্থীদের মধ্যে ৩ জন রয়েছে স্নাতকোত্তর ডিগ্রীধারী। এছাড়া ২ জন স্নাতক, ২ জন মাধ্যমিক পাশ এবং ১ জন রয়েছেন উচ্চমাধ্যমিক পাশ প্রার্থী।

নন্দীগ্রামের প্রার্থীদের সম্পদের খতিয়ান বেশ চোখ ধাঁধানো। শুভেন্দু অধিকারীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি টাকার উপরে। এই একজন মাত্র কোটিপতি প্রার্থীর পাশে অন্যেরা সকলেই রয়েছেন লাখপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের মূল্য ১৬ লক্ষের উপর। মীনাক্ষী মুখোপাধ্যায়ের রয়েছে ১ লক্ষ ৩২ হাজার টাকার সম্পদ। এছাড়া বাকি প্রার্থীদের মধ্যে একমাত্র সাদ্দাম হোসেনের সম্পদ লাখের গণ্ডী পেরোয়নি। তাঁর রয়েছে ৪৭ হাজার টাকা। শুধু তাই নয়, ঋণের দায়ে জর্জরিত রয়েছেন নন্দীগ্রামের দুই নির্দল প্রার্থী। হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটের ফলাফল কার দিকে কতটা ঝুঁকে থাকে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =