Aajbikel

ঝড়-বৃষ্টি হলেও অস্বস্তি কাটছে না বঙ্গে, গরম বাড়ছে তিলোত্তমায়

 | 
গরম

কলকাতা: ঝড়-বৃষ্টি হওয়ার পর স্বাভাবিকভাবে একটা হালকা ঠান্ডা আমেজ তৈরি হয়। কিন্তু হালে যে হারে গরম বেড়েছে তাতে এই আবহ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তা সে যতই বৃষ্টি হোক। অস্বস্তি বাড়ছে শহর এবং শহরতলিতে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কলকাতায় শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রিতে পৌঁছয়। এদিকে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ ছিল, বিকেলে বৃষ্টিও হয়। আবহবিদরা মনে করছেন, এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। সেই কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

আপাতত পূর্বাভাস দেওয়া হয়েছে, রবিবার এবং সোমবার তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পাবে বাংলায়। এদিকে শনিবার বৃষ্টি হলেও তার পরিমাণ কম হবে। দমকা হাওয়ায় তুলনামূলক কম বইবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু-তিন দিন এমন পরিস্থিতি হলেও মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। কিন্তু তার আগে পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বাংলায়। তবে নতুন করে রাজ্যে কোনো জেলায় আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। কিন্তু তা সত্ত্বেও গরম বৃদ্ধি নিয়ে নাজেহাল হচ্ছে মানুষ। 

এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি অন্য হবে বলে জানান হয়েছে। হাওয়া মহলের আভাস, উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এবার জানান হয়েছে যে, বাংলায় বর্ষা ঢুকতে কিছুটা দেরি হতে পারে। কারণ কেরলে অন্তত ৪ দিন বর্ষা দেরিতে ঢোকার কথা। তাই বঙ্গে বর্ষা কবে, তা আপাতত বলা সম্ভব হচ্ছে না।  

Around The Web

Trending News

You May like