বারাসত: স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে অনশনে বসলো শাসনের এক যুবক। স্থানীয় সূত্রে খবর, শাসন থানার দাদপুর পঞ্চায়েতের কামগাছি গ্রামের একটি মেয়ের সাথে চার বছরের সম্পর্ক পাশের গ্রামের মুস্তফার। মুস্তফার দাবি তাদের মধ্যে সামাজিক বিবাহ হয়ে গেছে। দুই বাড়িতেই তাদের যাতায়াতও ছিল। সবাই মেনে নিয়েছিল এই সম্পর্ক। কিন্তু হঠাৎ মেয়ের বাবা মেয়েকে লুকিয়ে রেখেছে, দেখা করতে দিচ্ছেনা মুস্তফার সঙ্গে। মুস্তফার দাবি, গত চার বছরের সম্পর্ককে অস্বীকার করছে মেয়ের বাড়ির লোকেরা।
স্ত্রীর কোনরকম খোঁজ না পেয়ে বাধ্য হয়ে শনিবার সকাল থেকে শ্বশুর বাড়ির গেটের সামনে ধর্নায় বসেন মুস্তফা । মুস্তাফার অভিযোগ সকালে যখন সে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে বাঁশ দিয়ে মারধর করা হয় এবং বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। গ্রামবাসীরাও তাদের এই সম্পর্ক সম্বন্ধে জানে বলে দাবি মুস্তফার৷
মুস্তাফার জানায়, যতক্ষণ না মেয়েকে অর্থাৎ তার স্ত্রী কে তার সামনে না নিয়ে আসবে, সে এই ভাবেই অনশণ চালিয়ে যাবে। তাদের দুজনের ছবি এবং তার বক্তব্য ছাপিয়ে নিয়ে মুস্তাফা বসে আছে তার হবু শ্বশুর বাড়ির গেটে। একবার মারধর করা হয়েছে তাকে তবুও স্ত্রীকে না নিয়ে ফিরবে না সে৷ বেলা বারার সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন আসতে শুরু করে মুস্তফাকে দেখতে৷ তবে এখন শ্বশুর বাড়ির লোকজনে কোন পাত্তা নেই। মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে এবং কেন রেখেছে তার বাবা মা তাই নিয়ে কৌতূহলী গ্রামবাসীরাও৷