বেহাল দশা, বন্ধ হচ্ছে কালীঘাট সেতু

কলকাতা: মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সেতুগুলির অবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য৷ ১৫টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা৷ সমস্যা দেখা দেয় ১১টি সেতুতে৷ এর মধ্যে রয়েছে কালীঘাট সেতু৷ প্রাথমিক ভাবে সেই সেতু রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও এবার দ্বিতীয় দফায় বন্ধ ফের সংস্কারের কাজে হাত দিচ্ছে রাজ্য৷ জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য কালীঘাট সেতু

বেহাল দশা, বন্ধ হচ্ছে কালীঘাট সেতু

কলকাতা:  মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সেতুগুলির অবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য৷ ১৫টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা৷ সমস্যা দেখা দেয় ১১টি সেতুতে৷ এর মধ্যে রয়েছে কালীঘাট সেতু৷ প্রাথমিক ভাবে সেই সেতু রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও এবার দ্বিতীয় দফায় বন্ধ ফের সংস্কারের কাজে হাত দিচ্ছে রাজ্য৷

জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য কালীঘাট সেতু ২৪ ঘণ্টা বন্ধ থাকবে৷ আগামী শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে কালীঘাট সেতু৷ গত ২০ সেপ্টেম্বর ২০১৮ এই সেতু পর্যবেক্ষণ করেছিলেন ফিরহাদ হাকিম৷ কালীঘাট সেতুর অবস্থা দেখে দ্রুত মেরামতির সিদ্ধান্ত নেন তিনি৷ ১৫ দিনের মধ্যে কাজ করারও নির্দেশ দেন৷ নৌকায় চড়ে পরিদর্শন করে মেয়র জানিয়েছিলেন, ‘‘কালীঘাট ব্রিজের অবস্থা ভাল নয়৷ সংস্কারের কাজ শুরু করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =