বিজেপি রাজ্য থেকে বেশি মন্ত্রী! হিসেব করে দেখালেন ডেরেক

বিজেপি রাজ্য থেকে বেশি মন্ত্রী! হিসেব করে দেখালেন ডেরেক

933dedb8b7933ff6f7d3a912b3400e15

কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটেছে। সেখানে বাংলা থেকে ৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন। যদিও রাজ্যের শাসক দল এই ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়ে কখনো ‘অচল পয়সা’ বা ‘হাফপ্যান্ট মন্ত্রী’ বলে বাংলার সাংসদদের কটাক্ষ করেছে। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর আরো চওড়া করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। দেশের কোন রাজ্য থেকে কতগুলি মন্ত্রী রয়েছে তার একটি হিসেব কষে দেখালেন তিনি। স্পষ্টত বোঝাতে চাইলেন যে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার অবহেলা করেছে। যদিও এর পাল্টা দিয়েছে বিজেপি।

ডেরেক ও’ব্রায়েন যে টুইট করেছেন তাতে দেখা যাচ্ছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সব থেকে বেশি মন্ত্রী রয়েছে যে প্রথম পাঁচ রাজ্য থেকে সেগুলি সবকটি বিজেপি শাসিত রাজ্য। সেগুলি হল উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার এবং মহারাষ্ট্র। এই তালিকায় সবথেকে শেষে রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের ঠিক উপরে দুটি রাজ্য রয়েছে একটি হল তামিলনাড়ু এবং অন্যটি হল কেরল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাংসদের বক্তব্য একেবারে স্পষ্ট যে এই তিন রাজ্যের গ্রহণযোগ্যতা কেন্দ্রীয় সরকারের কাছে একেবারেই নেই। তারা এই রাজ্যগুলিকে অবহেলা করে। অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞদের অধিকাংশের এমনটাই অনুমান যে এই তালিকা প্রকাশ করে তিনি আদতে এটাই বোঝাতে চাইলেন যে বিজেপি শাসিত রাজ্য গুলির কেন্দ্রীয় সরকারের কাছে বেশি প্রাধান্য পায়। ডেরেকের তালিকা অনুযায়ী, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে একটিও কেন্দ্রীয় মন্ত্রী নেই। 

কেন্দ্রীয় সরকারের বিজেপি থাকাকালীন এতদিন ২ জন প্রতিমন্ত্রী ছিলেন। সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। তবে সম্প্রতি যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটেছে সেখানে তাদের দুজনকে বাদ দেওয়া হয়েছে। এবার বাংলা থেকে জায়গা পেয়েছেন মোট চারজন। তারা হলেন সুভাষ সরকার, জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *