৬০ হাজার কোটি বকেয়া! কেন্দ্রকে তুলোধনা করলেন ডেরেক

৬০ হাজার কোটি বকেয়া! কেন্দ্রকে তুলোধনা করলেন ডেরেক

কলকাতা: গতকাল বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে কত টাকা রাজ্য পায়, তার একটা আংশিক হিসেব দিয়েছেন তিনি। তবে এদিন টুইট করে কার্যত পাকা হিসেব দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। স্পষ্ট দাবি করলেন, বাংলা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৬০ হাজার কোটি টাকা পায়। যদিও এর পাল্টা কটাক্ক করেছে বিজেপি শিবির। আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

এদিন টুইট করে তৃণমূল কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় বঞ্চনার হিসেব দেখিয়ে দাবি করেন,  গত ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, কর বাবদ রাজ্যের মোট প্রাপ্য অঙ্ক ছিল ৫৮ হাজার ৯৬২.৫৫ কোটি টাকা। কিন্তু বাংলা পেয়েছে ৪৪ হাজার ৭৩৭.১ কোটি টাকা। অর্থাৎ ১৪ হাজার ২২৫.৫৪ কোটি টাকা এখনও রাজ্যের পাওয়া বাকি। তার আগের ২০১৯-২০ অর্থবর্ষেও কেন্দ্রের থেকে ১১ হাজার টাকা পায়নি রাজ্য সরকার। এই প্রেক্ষিতেই তিনি বাকি অ-বিজেপি রাজ্যের কাছেও তাদের বকেয়া অর্থের হিসেব প্রকাশ্যে আনার অনুরোধ জানান। তবে গোটা এই বিষয়ের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে এইসব করছে। কেন্দ্র নিয়ম মেনেই টাকা পাঠায়। কিন্তু রাজ্য সঠিক হিসেব পাঠায় না। এমনই দাবি করেন তিনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 3 =