BREAKING: বাংলায় আসছেন উপ-নির্বাচন কমিশনার, তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি

BREAKING: বাংলায় আসছেন উপ-নির্বাচন কমিশনার, তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি

কলকাতা: এখনও জাঁকিয়ে বসেনি শীত৷ অগ্রহায়ণের শীতের আমেজে রীতিমত ঘাম ছুটে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে৷ ২০২১ সালের নীলবাড়ি দখলের লক্ষ্যে ইতিমধ্যে কোমর বেঁধেছে শাসক বিরোধী শিবির৷ করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে ইতিমধ্যেই রাজপথ দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শবিরে৷ নতুন বছর আসতে ২১ দিন বাকি৷ লক্ষ্য এখন ২১-এর নির্বাচন৷ ভোট ঘোষণা হওয়ার আগেই বাংলায় অব্যাহত মিছিল-মিটিং-হিংসা৷ আর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এবার তিন দিনের রাজ্য সরকারের আসতে চলেছে উপ নির্বাচন কমিশনার৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন উপর নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ কলকাতা-সহ উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷ ১৭-১৮-১৯ ডিসেম্বর বাংলায় থাকবেন তিনি৷ নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে উপ নির্বাচন কমিশনারের৷

গত ১৮ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে৷ এই ভোটার তালিকা সংশোধন পর্ব শেষ হওয়ার পর সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেন উপ নির্বাচন কমিশনার৷ পাশাপাশি নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরেজমিনে খতিয়ে দেখতে পারেন উপ নির্বাচন কমিশনার৷ রাজ্যের নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জেলা শাসকদলের থেকে সংগ্রহ করতে পারেন তিনি৷ বাংলার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পর দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে বিস্তারিত রিপোর্ট জমা দিতে পারেন কমিশনার৷ ওই রিপোর্টের ভিত্তিতে বাংলায় আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ তারপর ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে নির্ঘণ্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =

বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

কলকাতা : ষষ্ঠ দফার নির্বাচনের দিনই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ১৩ তারিখ ২ দফায় নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১টা থেকে শুরু হবে প্রথম দফার বৈঠক। থাকবেন সপ্তম দফার ৯টি কেন্দ্রের আধিকারিকরা। থাকছেন জেলাশাসক, রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, পুলিস পর্যবেক্ষক, পুলিস সুপার, পুলিস কমিশনার, আই জি, ডি আই জি সহ রাজ্য

বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

কলকাতা : ষষ্ঠ দফার নির্বাচনের দিনই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ১৩ তারিখ ২ দফায় নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১টা থেকে শুরু হবে প্রথম দফার বৈঠক। থাকবেন সপ্তম দফার ৯টি কেন্দ্রের আধিকারিকরা। থাকছেন জেলাশাসক, রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, পুলিস পর্যবেক্ষক, পুলিস সুপার, পুলিস কমিশনার, আই জি, ডি আই জি সহ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের ১০ জন আধিকারিক। বৈঠক শেষ হবে দুপুর ১টায়।

এরপর দুপুর তিনটে থেকে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। সেখানে থাকবেন না ১২ মে ভোট হয়ে যাওয়া কেন্দ্রগুলির জেলাশাসক রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট আধিকারিকেরা। থাকবেন প্রথম পাঁচদফার আগে সম্পন্ন হওয়া নির্বাচনী কেন্দ্রের সমস্ত জেলাশাসক, রিটার্নিং অফিসার, পুলিস সুপার, পুলিস কমিশনার, আই জি, ডি আই জি, পর্যবেক্ষক পুলিস পর্যবেক্ষক সহ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দফতরের ১০ আধিকারিক ও দুই বিশেষ পর্যবেক্ষক। বেঙ্গল চেম্বার অব কমার্সে তৈরি হচ্ছে একটি ডামি গণনা কেন্দ্র। ৭ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত গণনা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেবেন সুদীপ জৈন। ১৪ মে সকালে ফের দিল্লি উড়ে যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =