কলকাতা: হাঁসফাঁস করা গরমে স্বস্তির খবর৷ মেঘলা আকাশ আর দমকা হাওয়ার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেমে দক্ষিণঙ্গের মানুষ৷ সেই সঙ্গে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢোকায় কিছুটা হলেও কমেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা৷ আকাশে মেঘের আস্তরণ থাকায় সূর্যের প্রখর তেজ সরাসরি গায়ে এসে বিঁধছে না৷
আরও পড়ুন- বোমার আঘাতে নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন ভাদু, কী ভাবে ‘খুন’? প্রকাশ্যে CCTV ফুটেজ
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্র থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আজ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে৷ সঙ্গে বইবে দমকা বাতাস। তবে সাগর থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ কমলে সর্বোচ্চ তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে বলে সূর্বাভাস।
এদিকে, আন্দামান সাগরের কাছে ঘনীভূত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা গুমোট থাকতে পারে৷ এই নিম্নচাপের গতিবিধির উপরেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করবে।
সোমবার কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম৷ ৩২.৩ ডিগ্রি৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি৷ ২৭.২ ডিগ্রি৷ হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>