ঘনাচ্ছে ঘূর্ণাবর্তের মেঘ, মুষলধারে বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়

কলকাতা: ফের হতে পারে আবহাওয়ার বদল৷ ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ ঝড়-বৃষ্টির ফলে বদল আসতে পারে আবহাওয়ায়।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। মঙ্গলবারের মধ্যেই এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর পর শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণাবর্তটি। ঘূর্ণাবর্তের ধাক্কায় সপ্তাহের মাধ্যিখান থেকেই ফের প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা৷ অন্যদিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি বিকানির, কোটা, সাগর, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই মুহূর্তে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়৷
কলকাতায় বৃষ্টি হলেও গরম ভাব এতটুকুও কমেনি। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় তাপমাত্রা বেশ চড়া৷ উষ্ণতা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে পারদ খানিকটা নামতে পারে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, সোম এবং মঙ্গল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে৷ আজ দিনভর কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর৷