কলকাতা: সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতার বুকে। পুকুর থেকে উদ্ধার হল এক চিকিৎসকের দেহ। হরিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে এই ঘটনা ঘটেছে। চিকিৎসক কি আত্মহত্যা করেছেন নাকি জলে ডুবে দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে, এই নিয়েই নানা প্রশ্ন। অবশ্য খুনের সন্দেহও করেছেন স্থানীয়দের অনেকেই। সুতরাং এই ঘটনা নিয়ে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬ টা নাগাদ এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করেন। যার দেহ উদ্ধার হয়েছে তিনি পেশায় দাঁতের চিকিৎসক এবং তাঁর নাম শৈলেন কুণ্ডু বলে জানা গিয়েছে। বয়স প্রায় ৬০ বছর। কী ভাবে এই চিকিৎসকের মৃত্যু হল তা নিয়েই এখন আলোচনা। স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী নাকি তাঁকে মারধর করতেন! আসলে আর্থিক অনটনে ভুগছিলেন তারা। এর সঙ্গে চিকিৎসকের ওপর চলত মানসিক এবং শারীরিক অত্যাচার। তার জেরেই এই খুন বলে সন্দেহ এলাকাবাসীর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”west bengal panchayat election 2023 | মনোনয়নের শেষ দিন বৃহস্পতিবার খুন হলেন এক সিপিএম কর্মী।” width=”853″>
দীর্ঘ সময় ধরেই নাকি দুজনের মধ্যে ঝগড়া, ঝামেলা লেগেই থাকত। স্ত্রী ওই চিকিৎসককে বিভিন্ন সময় মারধর এবং অত্যাচার করতেন বলে দাবি এলাকার মানুষের। অনেক সময় প্রতিবাদ করেও নাকি কোনও লাভ হয়নি। তাই এখন তারা দাবি করছে যে এই ঘটনা খুনের। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।