Aajbikel

শহরে মৃত্যু বাড়ছে ডেঙ্গিতে, অভিযোগ নিয়ে একাধিক ফোন মেয়রের কাছে

 | 
মশা

কলকাতা: মশাবাহিত রোগ নিয়ে চিন্তা বেড়ে চলেছে রাজ্যে। খাস কলকাতায় মৃত্যু বাড়ছে ডেঙ্গিতে। ইতিমধ্যেই জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই নিয়ে একাধিক ফোন এসে গিয়েছে। সাধারণ মানুষ যে আতঙ্কিত তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে, রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার মেয়র শেষ কয়েকদিনে কয়েকটি বৈঠক করেছেন ডেঙ্গি ইস্যুতে। নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য দফতর। 

সরকারিভাবে এখনও ডেঙ্গিতে আক্রান্ত বা মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। তবে অসমর্থিত সূত্র অনুসারে, গত কয়েক দিনে রাজ্যে মশাবাহিত ওই রোগে মৃত্যু হয়েছে ৮ জনের। সম্প্রতি দক্ষিণ কলকাতার বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। তিনি ডেঙ্গি হেমারেজিক ফিভারে আক্রান্ত হয়ে শকে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এও খবর, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একাধিক নাগরিক মেয়রের কাছে মশা এবং ডেঙ্গি নিয়ে অভিযোগ করেছেন। গোটা শহর থেকেই কার্যত অভিযোগ এসেছে তবে উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতার অভিযোগ সংখ্যা বেশি। 

যদিও মেয়র সকলকে আশ্বস্ত করে দাবি করেছেন, বিভিন্ন পুর স্বাস্থ্য ক্লিনিকে দু’-চার জনের আক্রান্ত হওয়ার খবর আসছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রশাসন সম্পূর্ণভাবে ডেঙ্গি, ম্যালেরিয়া মোকাবিলায় ব্যবস্থা করছে বলেই দাবি করেছেন তিনি। অন্যদিকে ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে নবান্নও। একই সঙ্গে, দ্রুত রক্ত পরীক্ষা এবং ফলাফল পাওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। 

Around The Web

Trending News

You May like