ডেঙ্গির প্রকোপ আরও বাড়ছে বঙ্গে, মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ

ডেঙ্গির প্রকোপ আরও বাড়ছে বঙ্গে, মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ

dengue

কলকাতা: প্রতি বছরই এমন পরিস্থিতি দেখে রাজ্যবাসী কার্যত অভ্যস্ত হয়ে গিয়েছে। আর চলতি বছর তো উদ্বেগ আরও বেশি। কারণ ইতিমধ্যেই কলকাতা সহ গোটা রাজ্যে ডেঙ্গি যেভাবে প্রকোপ ফেলেছে তাতে আশঙ্কিত হতেই হয়। অসমর্থিত সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত এবছরে ৩০ জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে। এর মধ্যে শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। 

শেষ কয়েক সপ্তাহের মধ্যে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সূত্র মারফত জানা গিয়েছে, গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭০০, এখন তা বেড়ে হয়ে গিয়েছে প্রায় ৩ হাজার ৮০০। গতকাল যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। একদিনের মধ্যে এতজনের মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর এই ইস্যুতে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরসভা তথা রাজ্য সরকারকে ‘অপদার্থ’ বলে তোপ দেগেছে বাম শিবির। তাদের বক্তব্য, এত বছর ধরে সরকারের থেকে আদতে কোনও কাজই করেনি তৃণমূল। 

কয়েক দিন আগেই কলকাতার এক চিকিৎসকের ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল। তিনি কলকাতা মেডিক্যাল কলেজের এক বিভাগের চিকিৎসক ছিলেন। অতীতে কিডনি প্রতিস্থাপন হয়েছিল এই চিকিৎসকের। তার পরে ডায়াবিটিস ধরা পড়ে। এখন জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরের বহু অঙ্গ বিকল হয়ে যায়। শেষমেষ সেই ধকল সামলাতে পারেননি তিনি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *