ডেঙ্গির ৬৮টি ‘হটস্পট’ থেকেই ৯০% রোগী! মাথাব্যাথা বাড়ছে নবান্নের

ডেঙ্গির ৬৮টি ‘হটস্পট’ থেকেই ৯০% রোগী! মাথাব্যাথা বাড়ছে নবান্নের

dengue

কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা সহ একাধিক জেলা সাধারণ মানুষ শঙ্কিত। নবান্ন এবং কলকাতা পুরসভা আলাদা আলাদা বৈঠক করে নানা পদক্ষেপ নিলেও চিন্তা কমছে না। বরং দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তা বাড়ছেই। এই অবস্থায় রাজ্যের মোট ডেঙ্গি ‘হটস্পট’-এর হদিশ মিলল। জানা গিয়েছে, ডেঙ্গি সংক্রমণ রাজ্যের বিভিন্ন জেলার ৬৮টি জায়গা থেকেই সবথেকে বেশি হচ্ছে। এইসব স্থান থেকেই ৯০ শতাংশ ডেঙ্গি রোগীদের সন্ধান মিলছে। কলকাতা শহরের একাধিক ওয়ার্ড ডেঙ্গি ‘হটস্পট’-এর মধ্যে রয়েছে।

বিধাননগর পুরসভার একাধিক ওয়ার্ড থেকে শুরু করে গোটা দমদমের অন্তত ৮টি ওয়ার্ড ডেঙ্গি ‘হটস্পট’ বলে চিহ্নিত হয়েছে। এছাড়া আসানসোল, শ্রীরামপুর, হাওড়া, চন্দননগর, কামারহাটির মতো এলাকা থেকে সংক্রমণ বাড়ছে। অন্যদিকে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ নদীয়া, মুর্শিদাবাদ, হুগলীর একাধিক পঞ্চায়েত এলাকা থেকেও বাড়ছে ডেঙ্গি। পরিসংখ্যান বলছে, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৪৬ হাজার ২৭ জন। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি। প্রায় ৯ হাজার ৬০০। সব মিলিয়ে মোট ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা নিয়ে চিন্তায় পড়েছে নবান্ন। 

ইতিমধ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে তারা শঙ্কা প্রকাশ করে জানিয়েছে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গে। এছাড়া দিন দিন যে মৃত্যুর খবর আসছে রাজ্য থেকে তা নিয়েও তারা চিন্তিত। এর পাশাপাশি বেশকিছু নির্দেশও কেন্দ্র দিয়েছে রাজ্যকে। বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। এছাড়া ডেঙ্গি আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরি প্রস্তুত রাখতে হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 4 =