১ সপ্তাহে হাজার ছাড়াল ডেঙ্গি সংক্রমণ! কলকাতা নিয়ে আলাদা উদ্বেগ

১ সপ্তাহে হাজার ছাড়াল ডেঙ্গি সংক্রমণ! কলকাতা নিয়ে আলাদা উদ্বেগ

dengue cases

কলকাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি বরং দিন দিন তা বাড়ছে। ইতিমধ্যে জানা গিয়েছিল, সংক্রমণ রাজ্যের বিভিন্ন জেলার ৬৮টি জায়গা থেকেই সবথেকে বেশি হচ্ছে। এইসব স্থান থেকেই ৯০ শতাংশ ডেঙ্গি রোগীদের সন্ধান মিলছে। এবার কলকাতার ডেঙ্গি তথ্য আরও ভয় পাওয়াবে। তথ্য বলছে, শহরে শেষ ১ সপ্তাহের মধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজারের ওপর। কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে বলে পুরসভা সূত্রে খবর। 

কিছুদিন আগেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। দাবি করা হয়েছে, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ, পঞ্চায়েতগুলির অবস্থা আরও খারাপ। তবে শুধু কলকাতা নিয়ে যে তথ্য এসেছে তা রীতিমত চিন্তাজনক। পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১ হাজার ২৭০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন শহরে। এও বলা হয়েছে, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর অধীনে থাকা নিউ আলিপুর, লেক গার্ডেন, ঢাকুরিয়া, যাদবপুর, কসবা, গড়ফায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মধ্য কলকাতার আশেপাশের এলাকাগুলির মধ্যেও সংক্রমণ বাড়ছে। 

আর ক’দিন বাদেই পুজোর খুশিতে মাতবে বাংলার মানুষ। ভিড় আরও বাড়বে শহরের ওলিতে-গলিতে। তাই এই সময়ে ডেঙ্গির সংক্রমণ নিয়ে সত্যিই চাপ বাড়ছে পুরসভা সহ সরকারের ওপর। কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কবে অবস্থা স্বাভাবিক হবে, তা সকলের অজানা। এখন তাই শুধু সতর্ক থাকতে হবে সকলকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =