dengue
কলকাতা: মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে রাজ্যে। শেষ এক মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে বঙ্গবাসী? বিশেষজ্ঞরা ইতিবাচক বার্তা ইতিমধ্যেই দিয়েছে যে, আগামী মাসের মধ্যেই ডেঙ্গির সংক্রমণের সংখ্যা কমতে শুরু করবে। চিকিৎসকদেরও অনুমান, নভেম্বরের মধ্যেই রাজ্যের ডেঙ্গি চিত্রের বদল ঘটে যাবে। তবে তার জন্য একটি বিষয়ে গুরুত্বপূর্ণ। সেটি কী?
বর্ষার সময় বিভিন্ন জায়গায় পরিষ্কার জল জমার কারণে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি পায়। তবে বর্ষা চলে গেলেই যে ডেঙ্গি কমে যাবে, এমনটা নয়। কারণ তখনও অনেক জায়গায় সেই জল জমে থাকে। তবে শেষ কয়েকদিনে টানা বৃষ্টি আর হয়নি। তাই চিকিৎসকরা মনে করছেন, টানা বৃষ্টি থেমে যাওয়ায় মশাবাহিত এই রোগের প্রকোপ এ বার কমতে পারে। অর্থাৎ অক্টোবরের শেষ থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আসলে জমা জল যতদিন না পর্যন্ত শুকবে, ততদিন এই পরিস্থিতি পুরোপুরি ঠিক হওয়ার নয়।
পরিসংখ্যান অনুযায়ী, আপাতত শেষ এক সপ্তাহে রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪১০। মোট আক্রান্ত ১ লক্ষ ৩৭ হাজার ৭৯৬ জন। এর মধ্যে বেশির ভাগটাই হয়েছে গ্রামাঞ্চলে, প্রায় ৮৯ হাজার জন। ৪৮ হাজারের বেশি মানুষ শহরে আক্রান্ত হয়েছে। আর ক’দিন বাদেই পুজোর খুশিতে মাতবে বাংলার মানুষ। ভিড় আরও বাড়বে শহরের ওলিতে-গলিতে। তবে বৃষ্টি আর না হলে রেহাই মিলতে পারে মশার উপদ্রব থেকে।