বারাসতে ত্রিশূল- তীরধনুক নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ তপশিলীদের

বারাসতে ত্রিশূল- তীরধনুক নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ তপশিলীদের

নিজস্ব সংবাদদাতা, বারাসত: জেলাশাসকের দফতরে ত্রিশূল, তীর-ধনুক নিয়ে বিক্ষোভ তপশিলীদের৷ চরম উত্তেজনা বিক্ষোভ ঘিরে৷ ত্রিশূল, তিরধনুক নিয়ে জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে আসছে মানুষ৷ যা ঘিরে চক্ষুচড়ক গাছ আধিকারিকদের৷ এমন ছবিই বৃহস্পতিবার দেখা গেল বারাসাতের জেলাশাসকের দফতরের সামনে৷ 

বৃহস্পতিবার একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে বারাসাতের জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখায় তপশিলী মানুষেরা৷ তাদের বাধা দেয় পুলিশ৷ প্রথম ব্যারিকেডে বিক্ষোভকারীদের আটকাতে না পারলেও জেলাশাসক দপ্তরের গেটের সামনে পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। এরপরই পুলিশের দিকে ত্রিশূল, তিন ধনুক নিয়ে তেরে যায় বিক্ষোভকারীরা৷ জেলাশাসক অফিসের গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে আন্দোলনকারীরা। তাঁদের দাবি, আদিবাসীদের ভাষা শিক্ষা ও  বিদ্যালয় করতে হবে। আদিবাসী পাড়ায় কুটির শিল্প ব্যবস্থা করতে হবে। সন্দেশখালি দু’নম্বর ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কাটমানি বন্ধ করতে হবে সহ আরও ৬ দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন জমা দেন তারা।

অবশেষে পুলিশের আশ্বাসে এবং পুলিশ প্রশাসনের কথামত ৬জনের একটি প্রতিনিধি দল তাদের দাবি জানানো স্মারকলিপি জেলাশাসক দপ্তরে জমা দিতে ভিতরে প্রবেশ করে। এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *