দীর্ঘদিন ধরে স্তব্ধ হয়ে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যাবস্থা শেষ নিয়োগ হয়েছিলো 2015 সালের শেষের দিকে৷ এনিয়ে প্রাইমারী প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষোভের শেষ নেই৷ আজ সোমবার নবান্নে শিক্ষা দপ্তরের কর্তাদের সাথে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে সরকারি মহলে ব্যস্ততা পরিলক্ষিত প্রাইমারী বোর্ডে৷
মুখ্যমন্ত্রী আদেশ অনুসারে সমস্ত স্কুলের সার্ভে রিপোর্ট জমা দেওয়ার কথা জানা গিয়েছে৷ কোন স্কুলে কত শিক্ষক নিয়োগ হয়েছে, কোথায় শূন্যপদ কত, এসমস্ত বিষয়ের তথ্য নিয়ে তৈরি হচ্ছেন কর্তারা৷ সার্ভিস কমিশনে সূত্রে খবর অনুযায়ী আগামী মাসে তৃতীয় সপ্তাহের মধ্য নিয়োগ কার্য সম্পূর্ণ হতে পারে বলে জানা গিয়েছে৷