বারাসত: সমস্তস্তরের পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাল বারাসত সাংগঠনিক জেলা বিজেপি। প্রসঙ্গত, আগামীকাল থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য খুলছে স্কুল এবং খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়৷ অপরদিকে প্রাইমারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের শিক্ষা কার্য চলবে পাড়ায় শিক্ষালয়ে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার দুপুরে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বারাসাত প্রাথমিক শিক্ষাসংসদ ভবন সংলগ্ন এলাকায় সমস্ত স্তরের পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার দাবিতে অবস্থান-বিক্ষোভের পাশাপাশি শিক্ষাভবন কার্যালয়ে গন ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি তাপস মিত্র। এদিন বিক্ষোভ সমাবেশে স্কুলে যাওযার ইচ্ছে প্রকাশ করা ক্ষুদে পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে শামিল হয়।
বিক্ষোভ সমাবেশের পর জেলা বিজেপি নেতৃত্বে চার সদ্যসের দল জেলা শিক্ষা ভবনে সমস্ত স্তরের স্কুলের দরজা খুলে দেওয়ার দাবিতে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি শিশুদের মানসিক বিকাশের জন্য স্কুলে যাওয়া অত্যন্ত প্রয়োজন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা জানিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক স্তর থেকে যাতে দ্রুত স্কুল খোলা যায় সেই দাবি তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা৷ তাঁদের কথায়, ‘‘পানশালা খোলা রেখে পাঠশালা বন্ধ রেখে এভাবে নব প্রজন্মের ভব্যিষৎ আমরা নষ্ট হতে দেব না৷’’