কলকাতা: করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আগে ডেল্টা প্লাস সংক্রমণ নিয়ে চিন্তায় কেন্দ্র এবং রাজ্য সরকার। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যের ডেল্টা প্লাস আক্রান্তের হদিস মিলেছে এবং সেই সব রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। তবে বাংলায় কতজন ডেল্টা প্লাস আক্রান্ত হয়েছেন সেই প্রাপ্ত কেন্দ্রীয় সরকার জানানোর পর তার বিরোধিতা করেছে রাজ্য সরকার। দাবি করা হয়েছে কেন্দ্র যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। অর্থাৎ ডেল্টা প্লাস আক্রান্ত কতজন সেটা নিয়েও এখন কেন্দ্র-রাজ্য মতপার্থক্য।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে করোনা ভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে যে দেশের ৮৬ জন ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে রয়েছেন বাংলার তিন জন। কিন্তু রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন মাত্র একজন। কেন্দ্র যে বাকি দুজনের কথা বলেছে তারা ডেল্টা প্রজাতির উপশাখায় আক্রান্ত। সেই উপশাখা তেমন কিছু তাৎপর্যপূর্ণ নয় বলে জানানো হয়েছে। এছাড়াও আরও জানানো হয়েছে, দেশের অন্যান্য রাজ্যে যে ডেল্টা প্লাস প্রজাতি মিলেছে সেগুলির সঙ্গে বাংলা থেকে পাওয়া নমুনা এক নয়। প্রসঙ্গত, দেশের সবথেকে বেশি ডেল্টা প্লাস প্রজাতি মিলেছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে। ইতিমধ্যেই এই তিন রাজ্য মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ জন।
ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে গবেষকদের একাংশ জানিয়ে দিয়েছে যে চলতি মাসের শেষের দিকেই দেশজুড়ে আছড়ে পড়বে করোনাভাইরাস তৃতীয় ঢেউ। ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতির জন্যই এই তৃতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা। তার আগে বাংলাতেও এই প্রজাতির অস্তিত্ব মেলায় অবশ্যই চিন্তা বৃদ্ধি হয়েছে প্রশাসনের। অন্যদিকে দেশের যে সমস্ত জেলায় এই প্রজাতি ধরা পড়েছে সেখানে আক্রান্তের সংখ্যার হার বাড়ছে। সব মিলিয়ে অবশ্যই তৃতীয় ঢেউ নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে।