কলকাতা: কেন্দ্রের প্রকল্পগুলিতে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়ায় নাম বদলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে নতুন করে নামকরণ করা হয়েছে। সম্প্রতি এমন একটি প্রকল্পের বাস্তব চেহারা দেখতে এসেছিল কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রধান সচিব দুর্গাশঙ্কর মিশ্র। তিনি বৈদ্যবাটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের কাজ দেখতে যান। সেখানে জানতে চান, বাড়িগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার লোগো লাগানো হয়েছে কি না। তিনি নির্দেশ দেন, সব কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের লোগো লাগাতে হবে।
এ প্রসঙ্গে রাজ্য সরকারের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করতে খরচ ধরা হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। তার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় মাত্র দেড় লক্ষ টাকা। রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। আর বেনিফিসিয়ারি অর্থাৎ যাঁর বাড়ি, তাঁকে দিতে হয় ২৫ হাজার টাকা।
এখানে কেন্দ্রের শেয়ারের থেকে রাজ্য সরকারের শেয়ারের পরিমাণ বেশি, তাহলে প্রধানমন্ত্রীর নামে কেন ওই প্রকল্প হবে। তাই নাম বদল করে করা হয়েছে বাংলার আবাস যোজনা। এই প্রকল্পে মোট ৩ লক্ষ ৩০ হাজার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। তার মধ্যে ১ লক্ষ ২৪ হাজার বাড়ি তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলি দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।