নয়াদিল্লি: করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন এপ্রিল মাসে৷ শরীরে তৈরি হয়েছিল পর্যান্ত অ্যান্টিবডি৷ সেই অ্যান্টবডিকে হাতিয়ার করে ৬ বার প্লাজমা দান করেছেন দিল্লির এক যুবক৷ সপ্তমবার প্লাজমা দানের ইচ্ছা আছে বলে ওই যুবক জানিয়েছেন৷ করোনা-জয়ী যুবকের অ্যান্টিবডি থেকে সুস্থ হয়ে উঠছেন কম পক্ষে ১৮ জন করোনা আক্রান্ত রোগী৷
চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরে এখনও পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি রয়েছে৷ ৩৭ বছরের যুবকের নাম তারবেজ খান৷ তিনি দিল্লির জাহাঙ্গিপুরি এলাকার বাসিন্দা৷ তিনি জানিয়েছেন, যতদিন পারব প্লাজমা দিয়ে যাব৷ সঙ্কটপূর্ণ রোগীদের বাঁচাব৷ করোনার এখনও সেভাবে চিকিৎসা নেই৷ তবে অনেক ক্ষেত্রেই করোনা আক্রান্ত সঙ্কটপূর্ণ রোগীদের জন্য প্লাজমা চিকিৎসা যথেষ্ট সাহায্য করেছে৷ তাঁরা সুস্থ হয়ে উঠেছেন৷
শরীরে কতটা অ্যান্টিবডি রয়েছে, তার ওপর প্লাজমা নেওয়ার বিষয়টি নির্ভর করে৷ অ্যান্টিবডির পরিমাণ বেশি ওই যুবকের প্লাজমা নিয়ে ২ জনের শরীরে প্রয়োগ করা হয়৷ কিন্তু তাবরেজের ক্ষেত্রে দেখা গিয়েছে, একবার তাঁর শরীর থেকে প্লাজমা নিয়ে তিন জনের শরীরে দেওয়া হয়েছে৷ তাবরেজ প্রায় ১৮ জন সঙ্কটাপন্ন রোগীকে বাঁচিয়েছেন৷ বিশ্বজুড়ে গবেষকরা দাবি করছেন, করোনার অ্যান্টিবডি তিন মাসের বেশি থাকছে না৷ হঠাৎ অ্যান্টিবডি কমে যাচ্ছে৷
বিজ্ঞানীরা বলেছেন, এর থেকে বোঝা গিয়েছে, করোনার বিরুদ্ধে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে নেই৷ তবে তাবরেজের ক্ষেত্রে অন্য ঘটনা দেখতে পাওয়া গিয়েছে৷ নয়াদিল্লি চিকিৎসকরা জানিয়েছেন, এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত তারবেজের শরীরে অ্যান্টিবডি একটুও কমেনি৷ তাই তিনি ছবার প্লাজমা দান করতে পেরেছেন৷ তারবেজের আরও প্লাজমা দানের ইচ্ছা আছে বলে জানা গিয়েছে৷