দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া, সব চোরের দল: মমতা

কলকাতা: রামপুরহাটে কৃষি-দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে ‘অর্ধশিক্ষিত’, ‘গণ্ডমূর্খ’, ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ বলে কটা করেন মমতা৷ এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া৷ সব চোরের দল৷’’ এদিন কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘সব চোরের

দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া, সব চোরের দল: মমতা

কলকাতা: রামপুরহাটে কৃষি-দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে ‘অর্ধশিক্ষিত’, ‘গণ্ডমূর্খ’, ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ বলে কটা করেন মমতা৷ এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া৷ সব চোরের দল৷’’

এদিন কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘সব চোরের দল৷ ওরা বলছে, বাংলায় নাকি পুজো হয় না৷ আপনিই বলুন, পুজো হয় কি না, নামাজ পড়া হয় কি না, বড় দিন পালন হয় কি না৷ কিন্তু, এইগুলি দিল্লির অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া নেতাদের কানে যায় না৷’’

নাম না করে অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা বলে বেড়াচ্ছে, বাংলায় পুজো করা যাচ্ছে৷ বাংলা তালিবান হয়ে গিয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, অপনাদের অভিযোগ প্রমাণ করে দেখতে পারলে রাজনীতি ছেড়ে দেব৷ আমাদের পেছনে লাগবেন না৷ বাংলা নিয়ে মিথ্যা কথা বলবেন না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 16 =