অধ্যাপক পরিষদ নির্বাচনে শাসক দলের বিপর্যয়

শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজের অধ্যাপক পরিষদের সম্পাদক পদের নির্বাচনে জয়লাভ করলেন বামপন্থী অধ্যাপক আন্দোলনের তরুণ কর্মী পার্থ প্রতিম রায়৷ শাসক দলের অনুগত শিক্ষক সংগঠনের তিনবারের বিজয়ী প্রার্থীকে জোরদার লড়াইয়ে পর্যুদস্ত করে তিনি নির্বাচিত হয়েছেন৷ সাম্প্রতিককালে কলেজ পরিচালনায় কলেজের পরিচালন পর্ষদের সভাপতি ও তৃণমূলের শিক্ষা সেলের এক্তিয়ার বহির্ভূত অতিসক্রিয়তা ও স্বেচ্ছাচারীতার প্রতি কলেজের অধ্যাপকদের ব্যাপক অংশের ক্ষোভ

অধ্যাপক পরিষদ নির্বাচনে শাসক দলের বিপর্যয়

শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজের অধ্যাপক পরিষদের সম্পাদক পদের নির্বাচনে জয়লাভ করলেন বামপন্থী অধ্যাপক আন্দোলনের তরুণ কর্মী পার্থ প্রতিম রায়৷ শাসক দলের অনুগত শিক্ষক সংগঠনের তিনবারের বিজয়ী প্রার্থীকে জোরদার লড়াইয়ে পর্যুদস্ত করে তিনি নির্বাচিত হয়েছেন৷

সাম্প্রতিককালে কলেজ পরিচালনায় কলেজের পরিচালন পর্ষদের সভাপতি ও তৃণমূলের শিক্ষা সেলের এক্তিয়ার বহির্ভূত অতিসক্রিয়তা ও স্বেচ্ছাচারীতার প্রতি কলেজের অধ্যাপকদের ব্যাপক অংশের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। এই ফলাফল সার্বিকভাবে তারই প্রতিবাদ বলে মনে করছে অভিজ্ঞমহল। দলমতনির্বিশেষে অধ্যাপকদের গরিষ্ঠ অংশ তরুণ অধ্যাপক পার্থ প্রতিম রায়ের সমর্থনে এভাবে এগিয়ে আসায় দৃশ্যতঃই অস্বস্তিতে তৃণমূলের শিক্ষা সেল৷ এই ফলাফলের প্রভাব জেলার অন্য কলেজগুলোতেও পড়বে বলে আত্মবিশ্বাসী ওয়েবকুটার জেলা নেতৃত্ব। শিলিগুড়ি কলেজের অধ্যাপক পরিষদের জয়ী বামপন্থী প্রার্থীদের অভিনিন্দন জানিয়েছেন শিলিগুড়ির মেয়র, বিধায়ক অশোক ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − thirteen =