‘আমাকেই ভোট দিতে হবে বলছি না…’, অশান্তির খবর পেয়েই বাইকে চেপে ছুটলেন দেব

ঘাটাল: দলীয় কর্মীর বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে বেরলেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মাথায় হেলমেট, পরনে সাদা নীল ছাপ শার্ট ও জিনস।…

ঘাটাল: দলীয় কর্মীর বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে বেরলেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মাথায় হেলমেট, পরনে সাদা নীল ছাপ শার্ট ও জিনস। সকাল থেকে এভাবেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি৷

ঘাটালের যে প্রান্ত থেকেই বিক্ষোভের খবর পাচ্ছেন, সেখানেই ছুটে যাচ্ছেন দেব। শুরুতেই যান ঘাটালের দৌলতচক ৭১ নম্বর বুথে৷ এর পাশাপাশি ঘাটালের বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হতেই দৌলতচকে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে৷ খবর পেয়ে সেখানে যান দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ারও আর্জি জানান দেব৷

 

দেব বলেন, “দশ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। আমি শুনেই সেখানে গিয়েছি। কিন্তু আমি চাই সবাই তাঁদের ভোটটা দিক। সবাইকে বলছি আপনারা ভোট দিন। কেউ আটকালে ভয় পাবেন না। আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিন। আমাকেই ভোট দিন বলছি না। যাকে ভাল লাগে তাঁকেই ভোট দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *