শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত রেমাল, মঙ্গলেও রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: দুই বাংলায় তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল ঘূর্ণিঝড় রেমাল। সোমবারের চেয়ে মঙ্গলবার আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। বর্তমানে ঘণ্টায় ১২…

কলকাতা: দুই বাংলায় তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল ঘূর্ণিঝড় রেমাল। সোমবারের চেয়ে মঙ্গলবার আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। বর্তমানে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে সেটি আরও উত্তর-পূর্বে, পূর্ব বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় এই নিম্নচাপের অবস্থান ছিল মংলা থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ঢাকা থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে।

 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১২ ঘণ্টায় আরও কিছুটা শক্তি খুইয়ে একেবারেই সাধারণ নিম্নচাপে পরিণত হবে রেমাল৷ এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এবং অস্তিত্ব না থাকলেও এর পরোক্ষ প্রভাব কিন্তু এখনও ভোগ করতে হবে৷ রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে কোথাও ভারী বৃষ্টি হবে না৷  দুপুরের পর থেকে হাওয়ার বেগও কমতে থাকবে৷ দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *